বইমেলায় ইমতিয়াজের গল্পগ্রন্থ ‘কুয়াশায় মোড়ানো বিকেল’

নিজস্ব প্রতিবেদক, বই মেলা থেকে, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৩

বইমেলায় এসেছে ঢাকাটাইমসের মাদারীপুর জেলার শিবচর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদের প্রথম বই- ‘কুয়াশায় মোড়ানো বিকেল’। এই গল্পগ্রন্থটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

দীর্ঘ নয় বছরে জাতীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। করছেন এখনো। বইপড়া ও লেখালেখি অন্যতম শখ তার। লেখালেখির শখ থেকে সাংবাদিকতা শুরু। সেই ইণ্টারমিডিয়েট শেষ করে স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে শুরু হয় সাংবাদিকতার। তবে শিল্প-সাহিত্যের চর্চা চলছে সবকিছুকে নিয়েই। সেই চর্চার ফসল হিসেবে বিভিন্ন সময়ে লেখা গল্পগুলো মলাটবন্দী হয়ে প্রকাশ হলো এবার।

বইটি সম্পর্কে লেখক ইমতিয়াজ আহমেদ জানান, ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ বইটিতে আটটি গল্প স্থান পেয়েছে। সামাজিক-পারিবারিক টানাপড়েনের পাশাপাশি ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ এর গল্পগুলো প্রেম-ভালোবাসার এক ভিন্ন আবহে মোড়ানো। হয়তোবা পাঠক পড়তে গিয়ে নিজেকেই উপলব্ধি করবেন কোন কোন গল্পে।

অমর একুশে গ্রন্থমেলায় পরিবেশক ম্যাগনাম ওপাশ এর ৩৮৮, ৩৮৯ নং স্টলে এবং বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের দাঁড়িকমার ১০ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এছাড়াও সিলেট ও খুলনা বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর স্টলেও বইটি পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :