চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসবে মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীর তীরবর্তী তক্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব হয়েছে। এ উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী এ উৎসবে যোগ দেন।

এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাক্রি সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন। এছাড়া ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলী দান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর এদিনে পূণ্য গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান তক্তিপুর গঙ্গাস্নানে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এখানে সমাবেত হয়ে গঙ্গাস্নান পালন করে আসছেন।

এদিকে, গঙ্গাস্নানকে ঘিরে গোটা তক্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :