সিরাজদিখানে সরস্বতী মেলা
মুন্সীগঞ্জে সরস্বতী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর বিশ্ববিদ্যালয় মাঠে এ স্বরস্বতী মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশত সরস্বতী প্রতিমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তালতলা বাজার বণিক সমিতি ও মন্দির কমিটির যৌথ আয়োজনে চার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পুরস্কার বিতরণ করেন।
প্রথম স্থান অধিকার করে পশ্চিমপাড়া বীণা পানি সংঘ ও দ্বিতীয় স্থান অধিকার করে সন্তোষপাড়া অরুণ সংঘ।
দেড় শতাধিক বছরের ঐতিহ্য এই মেলাকে কেন্দ্র করে মুখরোচক খাবার, খেলনা ও বিভিন্ন সামগ্রীর দোকান নিয়ে বসে দোকানিরা। কনকনে শীতে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন