’১৮ সালে কেউ দরিদ্র থাকবে না: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আওয়ামী লীগ সকরার দেশে যেভাবে উন্নয়ন করছে- তাতে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে কোন দরিদ্র লোক থাকবে না। আর ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের একটি দেশ হবে বাংলাদেশ।’

শনিবার দুপুরে মার্সেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দেশ স্বাধীনতা থেকে শুরু করে যত বড় অর্জন হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের সাথে ফারাক্কা বাঁধের চুক্তি না হলে বাংলাদেশ আজ মরুভূমিতে পরিণত হত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন, নলছিটি উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর।

সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের তসলিম উদ্দিন চৌধুরীকে আবার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্করকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :