ভোলা হবে দেশের সুন্দর ও শ্রেষ্ঠ জেলা: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজ জেলা ভোলা সম্পর্কে বলেছেন, ‘ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ জেলা। এখানে শিল্প কারখানা ও পোর্ট নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণের পর ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে ভোলা। তখন সাড়া দেশ থেকে মানুষ ভোলা দেখতে আসবে।’

শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুটি। একটি হলো দেশকে স্বাধীন করা অপরটি স্বাধীন দেশটিকে সোনার বাংলায় রূপান্তর করা। তিনি বাংলাদেশকে স্বাধীন করে গেছেন। কিন্তু যখন সোনার বাংলাদেশ রূপান্তর করার কাজ হাতে নিলেন তখন ঘাতকের নির্মম বুলেট তাকে সপরিবার হত্যা করে। তার এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করতে বর্তমান সরকারের প্রাধানমন্ত্রী তার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার হাতে আমরা এ দেশরে পতাকা তুলে দিয়েছি। আর শেখ হাসিনার নেতৃত্বেই আজ বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে।’

আগামী নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাশীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। ১৯ সালের ২৯ জানুয়ারির আগের তিন মাসের যেকোনো দিন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন দক্ষ রাজনীতিবিদ। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বেও তিনি খ্যাতিমান একজন নেতা।’

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়ান উদ্দিন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধূরী, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার দুই মন্ত্রী ও দুই সাংসদকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

অভিষেক অনুষ্ঠানে জেলা বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :