‘জনগণ শেখ হাসিনাকে চিনতে ভুল করেনি’

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৩

সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, জনগণের আমানত রক্ষা করেই রাজনীতি করে যেতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য রাজনীতি করে। তাই বাংলার জনগণও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনতে ভুল করেনি। তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে এখন সম্পূর্ণরূপে সন্তষ্ট।

শনিবার বিকালে পইল নতুন বাজারে ৮০ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এমপি আবু জাহির বলেন, ‘সারাদেশের মতো হবিগঞ্জেও আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমি আপনাদের জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও করতে চাই।’

তিনি রাষ্ট্রের সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়ন ঘটিয়ে যাচ্ছে তা বিপ্লবে পরিণত হয়েছে। এখন শুধু তার সঠিক ব্যবহার করা নাগরিক দায়িত্ব।’

আবু জাহির বলেন, ‘এলাকার পরিবেশ সুন্দর ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। গ্রামে গ্রামে সামান্য ঝগড়া হলেই এটাকে সংঘর্ষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত নয়। তাই কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে এটি বিশাল আকার ধারণ করার আগেই এলাকার মুরুব্বিয়ানের কাছে গিয়ে মীমাংসা করতে হবে। তাহলেই সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম মানুষের মতো মানুষ হয়ে বড় হবে।’

সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল মুকিত, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়া, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তফা মিয়া। একই সাথে দুই কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে শিলদারিয়া থেকে স্লুইচ গেট পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর এবং শিলদারিয়া গ্রামের পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টের উদ্বোধন করেন সাংসদ।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :