নরসিংদীতে কর সংলাপ অনুষ্ঠান
‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব এবং জাতীয় কল্যাণে রাজস্ব’ এমন সুন্দর সুন্দর স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকে দপুর পর্যন্ত শিল্প-ব্যবসাসমৃদ্ধ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে হয়ে গেলো ‘রাজস্ব সংলাপ’ নামে তৃণমূল করদাতা পর্যায়ে মুক্ত সংলাপ ও প্রশ্ন-উত্তর পর্বসহ কর-সংলাপ ও আলোচনা অনুষ্ঠান।
এটি যৌথভাবে আয়োজন করে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগ।
এতে প্রধান অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর এমপি মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক )।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহামান।
রাজস্ব সংলাপ বিষয়ে এ আলোচনায় সভায় বক্তব্য রাখেন-ঢাকা কর অঞ্চলের কর কমিশনার অপূর্ব কান্তি দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কর ব্যাবস্থাপনা সদস্য আ. রাজ্জাক, ভ্যাট কমিশনার ড. নূরুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল্লা-আল মামুন, মাধবদী বণিক সমিতির সভাপতি শফিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
মাধবদীর এসপি ইনিস্টিটিউশনের বিরাট উন্মুক্ত মঞ্চে অন্যান্যের মধ্যে উপবিষ্ট ছিলেন- করনীতি সদস্য পারভেজ ইকবাল, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা থামেক্স গ্রুপের চেয়ারম্যান নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিআইপি, নরসিংদী জেলার শ্রেষ্ঠ করদাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাইজুর রহমান জুয়েল সিআইপি, বাংলাদেশ লুঙ্গী উৎপাদনকারী সমিতির সভাপতি মো. হেলাল মিয়া সিআইপি, এফবিসিসিআইর সদস্য প্রবির কুমার সাহা ও মমিন মিয়া, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, শিল্পপতি সুবোধ রঞ্জন দাস, মাধবদী বণিক সমিতির সেক্রেটারি আনোয়ার হোসেনসহ জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।
অনুষ্ঠানে ৩০ জন নতুন করদাতাকে কর সনদ প্রদান করা হয়। মুক্ত সংলাপ ও প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন