চতুর্থ দিনে মেলায় এসেছে ১৩৯ বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭

জমতে শুরু করেছে অমর একুশে বইমেলা। প্রতিদিনই মেলায় বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। বিক্রিও আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শনিবার ছিল বইমেলার চতুর্থ দিন। মেলা উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’র শেষ দিন ছিল আজ। সম্মেলনের সমাপনী দিনে অনুবাদ সাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, নাট্যসাহিত্য ও স্বরচিত কবিতা পাঠসহ পৃথক চারটি অনুষ্ঠান পরিবেশিত হয়।

শনিবারও সাপ্তাহিক ছুটি ও শিশুপ্রহর থাকায় বইমেলার দ্বার খুলেছে বেলা ১১টায়। মেলায় আজ নতুন বই এসেছে ১৩৯টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রথম পর্বে সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুবাদ সাহিত্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কবি মুহম্মদ নূরুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম।

বিকাল তিনটায় দ্বিতীয় পর্বে বইমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সাহিত্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক হায়াৎ মামুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। আলোচনায় অংশগ্রহণ করেন আলী ইমাম, রফিকুর রশীদ এবং লুৎফর রহমান রিটন।

বইমেলার মূলমঞ্চে বিকাল ৫টায় বাংলা নাট্যসাহিত্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যজন সাজেদুল আউয়াল। আলোচনায় অংশগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্যজন চন্দন সেন এবং সুদীপ চক্রবর্তী।

সন্ধ্যা ৭টায় অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে বাংলা ভাষার স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কবি মুহাম্মদ সামাদ। কবিতা পাঠ করেন বাংলাদেশের কবিবৃন্দ এবং আমন্ত্রিত সুইডিশ কবি ক্রিস্টিয়ান কার্লসন।

আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিনে মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আহসান হাবীব জন্মশতবর্ষ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক জুলফিকার মতিন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি তুষার দাশ। আলোচনায় অংশগ্রহণ করবেন ড. অনু হোসেন ও ড. তারেক রেজা। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :