কমেছে আয়, আস্থা বাড়ার দাবি বিমানের

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরপর দুই বছর ধরে মুনাফা অর্জন করেছে। বিগত দুই অর্থবছরে বিমান ৬০০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তবে গতবারের তুলনায় এবার বিমানের আয় কমেছে প্রায় ৪৮ কোটি টাকা।

শনিবার বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে বিমান কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ২৭৬ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৩২৪ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩১০ কোটি টাকা রাজস্ব কর দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিমান যাত্রী বহন করেছে ২৩ লাখ ১৮ হাজার। যা আগের অর্থবছরে ছিল ২০ লাখ ২০ হাজার। কার্গো পরিবহন খাতে বিমান ২০১৫-১৬ অর্থবছরে ৪০ হাজার ৯০০ মেট্রিক টন মালামাল পরিবহন করেছে। যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৭ শতাংশ কম।

মূলত গত ৮ মার্চ যুক্তরাজ্য সরকারের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করার কারণে কার্গো পরিবহন তুলনামূলক কিছুটা কম হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিমানে গ্রাহকের আস্থা এবং যাত্রীসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ২০১৩-১৪ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছিল ১৫ লাখ ৭১ হাজার। ২০১৪-১৫ অর্থবছরে ২০ লাখ ২০ হাজার এবং ২০১৫-১৬ অর্থবছরে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ১৮ হাজার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বিমানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় আট লাখ।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/জেবি)