লেখিকার স্মরণসভায় আরেক লেখিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৮

এসেছিলেন সদ্য প্রয়াত লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভায়। তার স্মৃতিচারণ করে বক্তব্যও দিয়েছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পর লেখিকা জেসমিন খান নিজেও চলে গেলেন না ফেরার দেশে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে ঘটে এই ঘটনা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে মারা যান কথাসাহিত্যিক, নারী সংগঠক ও নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ফাহ্‌মিদা আমিন। শনিবার তার স্মরণে ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। সেখানে প্রয়াত লেখিকার ওপর স্মৃতিচারণও করেন জেসমিন খান।

সভায় উপস্থিত একজন জানান, নিজের বক্তব্য শেষে দর্শক সারিতে বসেন জেসমিন খান। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জেসমিন খান ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন। তার কয়েকটি বই রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস প্রবাসী ছিলেন। তবে বছরের কয়েক মাস চট্টগ্রামে থাকতেন। সম্প্রতি তিনি দেশে ফিরেন। তার মৃত্যুতে চট্টগ্রামের শিল্প ও সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :