সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মির্জাপুরে সাংবাদিকদের সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৭ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৪

সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মির্জাপুরের কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। শনিবার বিকেলে মির্জাপুর প্রেসক্লারের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা অচিরেই অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতার আনার দাবি জানান।

প্রেসক্লাব সভাপতি দৈনিক জনকণ্ঠের মির্জাপুর প্রতিনিধি নিরঞ্জন পালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও ঢাকাটাইমস প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি সোহেল মোহসীন শিপন, সাবেক সহ সভাপতি শামীম আল মামুন চৌধুরী ইমরান, কোষাধ্যক্ষ দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি এস এম এরশাদ, নাগরিক কণ্ঠ প্রতিনিধি আশরাফ আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি জহিরুল ইসলাম শেলী ও সমকাল পত্রিকার প্রতিনিধি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হলে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শর্টগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হালিম শিমুল। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বেলা একটার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :