সাংবাদিক হত্যায় গ্রেপ্তার দাবি

সিরাজগঞ্জ ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১

শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা ও ঢাকায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী, আমাদের সময়’র ডাবলু কুমার ঘোষ, যুগান্তরের ইমতিয়ার ফেরদৌস সুইট, কালেরকন্ঠ’র শহিদুল হোদা অলক, সাংবাদিক কামাল উদ্দিন, জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে। যাতে করে আর কোন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলা ও নির্যাতনের শিকার না হয়।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :