এসএসসির প্রশ্নপত্রে চিকিৎসকদের হেয় করায় কর্মবিরতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৬ | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গায় কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসকরা।

রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১২টা থেকে কর্মবিরতি শুরু করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকসহ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা।

একই সাথে হাসপাতাল কম্পাউন্ডে মানববন্ধন করেন তারা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএমএর সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন ও ভারপ্রাপ্ত আরএমও ডা. রাজীবুল ইসলাম।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ হয়। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ থেকে বলা হয়, দেশ স্বাধীনের পর এবারেই চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যা চিকিৎসকদের জন্য মানহানিকর। এধরনের প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িতদের শাস্তিরও দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িতদের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কম্পাউন্ড চত্বর ঘুরে বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে ‘জাহিদ নামে এক চিকিৎসককে অল্প শিক্ষিত লোভী ও অর্থলোভী লোক’ বলে প্রশ্নপত্র করা হয়। বিষয়টি চিকিৎসকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ-আহত ৭

সালথায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসপি

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২

মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত, নতুন সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু

সিলেটের পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সালথায় সহিংসতার মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৪৪ জন গ্রেপ্তার

উপজেলা নির্বাচন: নোয়াখালীতে মা-ছেলেসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা

উপজেলা নির্বাচন: পদত্যাগ করলেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম

গাজীপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :