ঝিনাইদহে ৫ বিঘা জমির পান পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৫

ঝিনাইদহের কালীগঞ্জে পান বরজে আগুন লেগে ছয় কৃষকের ৫ বিঘা জমির পান সম্পূর্ণ পুড়ে গেছে।

রবিবার দুপুরে উপজেলার নরেন্দ্রপুরের মাঠের পান বরজে এ আগুন লাগে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ করে নরেন্দ্রপুর মাঠের পান বরজে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নেভায়। ততক্ষণে ৬ কৃষকের ৫ বিঘা জমির সব পান পুড়ে যায়।

নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর জানান, আগুনে ৬ কৃষকের ৫ বিঘা জমির সব পান পুড়ে গেছে। তবে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম জানাতে পারেননি।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :