মাদারীপুরে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দিল পুলিশ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৪
অ- অ+

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ফরাজীকান্দি পশ্চিমপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার উপজেলার কালিকাপুর ফরাজীকান্দি পশ্চিমপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। কয়েকটি ইভেন্টের খেলা শেষও হয়েছিল। এরই মাঝে সদর থানার কয়েকজন পুলিশ এসে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়। পুলিশের দাবি ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রতিযোগিতা বন্ধ করে দেয়া হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক সাহাব উদ্দিন ফরাজী। তিনি বলেন, বাচ্চাদের স্কুলের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান প্রশাসন বন্ধ করে দেয়া অত্যন্ত দুঃখজনক। যেখানে পুলিশ এধরনের অনুষ্ঠানে সহযোগিতা করবে, তা না করে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা খানম বলেন, ওসি ফোন করে ক্রীড়া প্রতিযোতিা বন্ধ করে দিতে বলেছেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে পুলিশ এসে খেলা বন্ধ করে দেয়।

মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির বিবাদের কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। দুই ব্যক্তি অনুষ্ঠানটি বন্ধ করে দিতে পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চলতি মাসেই চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
একদিন আগেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
আইওএসএ সনদ নবায়ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা