চাঁদপুরে পরীক্ষার্থী আটকে উপ-পরিদর্শক প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪

চাঁদপুরে পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে এসএসসি পরীক্ষার্থীকে আটকের ঘটনায় জড়িত উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিনকে রবিবার বিকালে পুলিশ সুপার শামছুন্নাহারের এক আদেশে তাকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে।

বিষয়টি শাহরাস্তি থানার ওসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চাঁদপুর শাহরাস্তি উপজেলার দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলামকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে আটক করে উপ-পরিদর্শক কামাল উদ্দিন। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত এসআইয়ের শাস্তির দাবিতে রবিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। মানববন্ধন থেকে এসআই কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলামকে পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে বৃহস্পতিবার তুলে নিয়ে যায় এসআই কামাল হোসেন । এরই প্রেক্ষিতে পুলিশ সুপার শামছুন্নাহার এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :