৭ খুন মামলায় ফাঁসির আসামি মাগুরায় গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইম
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩১

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১১টার দিকে মাগুরা শহরের ভায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল কবির মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্লার ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ৭ খুনের ঘটনার পর থেকেই এনামুল কবির পলাতক ছিল। তার অনুপস্থিতিতেই এ মামলার বিচার ও রায় ঘোষণা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শালিখা থানায় এসেছে। এর পর থেকেই এনামুলকে গ্রেপ্তারের জন্য নানাভাবে সোর্স নিয়োগ করা হয়। আজ খবর পেয়ে মাগুরা শহরের ভায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।

তাকে মাগুরায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে এ গ্রেপ্তারের ঘটনা জানানো হয়েছে।

মাগুরা কোর্ট প্রাঙ্গনে সার্জেন্ট এনামুল কবির সাংবাদিকদের জানান, ৭ খুনের ঘটনার মাত্র ৬দিন আগে নারায়ণঞ্জে র‌্যাব-১১তে তিনি যোগদান করেছিলেন। এর আগে তিনি সিলেট সেনানিবাসে চাকরিতে ছিলেন।

তার এ অবস্থার জন্য তিনি র‌্যাবের চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে দায়ী করেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :