শহীদ কামারুজ্জামানের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪২ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৮৪ বছর বয়সী জাহানারা মৃত্যুর আগে দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা। লিটন নিজেই তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ নানা বিভিন্ন রোগে ভুগছিলেন। রাতে হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লিটন বলেন, আজই লাশ রাজশাহী নিয়ে যাওয়া হবে। তবে ছোট ভাই দেশের বাইরে থাকায় জানাজার সময় নির্ধারণ করা হয়নি।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/টিএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :