রাজধানীতে ছিনতাইকারীর খপ্পরে চারজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৮

রাজধানীর শাহজাহানপুর ও পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছিনতাইকারীর খপ্পরে পড়ে প্রায় ১৩ হাজার টাকা ও চারটি মোবাইল খুইয়েছেন চারজন। সোমবার ভোরে এসব ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চারজন হলেন- নিজাম উদ্দিন (৩৭), আনোয়ার হোসেন (২৪), সাঈদুল (২১) এবং ইউসুফ আলী (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত নিজাম জানান, রাজধানীর মেঘনা ডায়গনস্টিক সেন্টার থেকে কাজ শেষে ভোর পাঁচটার দিকে বাসায় ফিরছিলেন তিনি। শাহজাহানপুর শিল্পী হোটেলের সামনে আসার পর তিন/চারজন ছিনতাইকারী গতিরোধ করে তার বাম পায়ে ছুরিকাঘাত করে কাছে থাকা এক হাজার তিনশ টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে তিনি নিজেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

প্রায় একই সময় পুরান ঢাকার বাবুবাজার এলাকায় আনোয়ার হোসেন নামে এক ছাত্রের কাছ বাম হাতে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত আনোয়ার হোসেন গুলশান তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

একটু পরেই একইস্থানে কারখানার শ্রমিক সাঈদুল ও ইউসুফ আলীকে আটকে পাঁচশ টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা ঢাকা মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা সবাই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

ভাষানটেকে অগ্নিদুর্ঘটনা: মায়ের পর স্ত্রীও না ফেরার দেশে

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

ঈদ-নববর্ষে নিরাপত্তা: পুলিশ সদস্যদের তৎপরতায় সন্তুষ্ট ডিএমপি কমিশনার

হাতিরঝিল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে নষ্ট ও পচা উপকরণে তৈরি হচ্ছিল সস, কারখানা সিলগালা

এই বিভাগের সব খবর

শিরোনাম :