১৫ বছর পর ক্যামেরুনের আফ্রিকা জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৩ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১১
ছবি: ক্যামেরুনের শিরোপা উদযাপন।

১৫ বছর পর আফ্রিকান নেশনস কাপের শিরোপা ঘরে তুলেছে ক্যামেরুন। রোববার মিশরকে ২-১ গোলে হারিয়ে সেরার মুকুট পরে দেশটি।

শুরুতেই এগিয়ে যায় মিশর। ২২তম মিনিটে মোহামেদ এলনেনির দারুণ গোলে লিড নেয় সাতবারের চ্যাম্পিয়নরা। ৫৯তম মিনিটে নিকোলাস এনকোলুর গোলে সমতায় ফেরে ক্যামেরুন।

১-১ গোলে সমতার পর এগিয়ে যাওয়ার লড়াইটা আরও জমে উঠে। রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা ভিনসেন্ট আবুবকর। হতাশায় ভেঙে পড়ে নীল নদের দেশটি।

এর আগে ১৯৮৬ সালে ক্যামেরুনকে হারিয়ে শিরোপা জিতেছিল মিসর। এরপর ২০০৮ সালেও ক্যামেরুনকে টপকে চ্যাম্পিয়ন হয় তারা।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :