১৪ উপসচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২

প্রশাসনে ১৪ উপসচিবের দপ্তর বদলা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, একই মন্ত্রণালয়ের উপসচিব আমেনা বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, তথ্য কমিশনের উপপরিচালক ড. মো. আবদুল হাকিমকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম সুরাইয়া আক্তার জাহানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ হাজরাকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপপরিচালক এ কে এম তারেককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. কামাল রফিকুল আলমকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মহিউদ্দিনকে তথ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় উপসচিব হুমায়ুন কবিরকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, ভূমি আপিল বোর্ডের উপসচিব মোহা. আবু মাসুদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, মন্ত্রিপরিষদ সরকারের উপসচিব বেগম হাবিবুন নাহারকে অর্থ বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহরিয়াজকে বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব বেগম ফাহমিদা আখতারকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেনকে একই মন্ত্রণালয়ের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ফেব্রিুয়ারি/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :