সালেহ মুজাহিদের প্রথম কাব্যগ্রন্থ ‘চাঁদকাব্য’

প্রফেসর এম. হারুন-উর-রশিদ
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৮

কবি সালেহ মুজাহিদের প্রথম কাব্যগ্রন্থ ‘চাঁদকাব্য’ এ বছরের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে প্রিয়মুখ প্রকাশনীর ২৫৮ নাম্বার স্টলে। ছোটবড় তাঁর ৪৭টি কবিতা ৮০ পৃষ্ঠার এ বইটিতে স্থান পেয়েছে।

সালেহ মুজাহিদের কবিতার প্রধানতম আকর্ষণ কবিতার অঙ্গনে তার স্বচ্ছন্দ বিহার। শব্দ আসে নির্ঝরের স্বতঃস্ফূর্ত কলকলানির মতো। সে শব্দে মূর্ত হয়ে উঠে নানা ছবি। কখনো ভালোবাসা, বলা যায় প্রায়শই ভালোবাসা, নানা রঙের ভালোবাসা কথা বলে। সে ভালোবাসা যেমন প্রতিদিনের মন দেয়া নেয়ার কথা বলে। তেমনি আবার স্পর্শ করে আত্মাকে, অনেকটা অজান্তেই পরমাত্মাকে। এটাই তার কবিতার প্রধান প্রসাদ গুণ।

কবির মনন শুধু ভালোবাসার কথাই বলে না। সমাজের সুবিধা বঞ্চিত হতভাগ্যদের জীবনচর্যাও উঠে আসে পংক্তিমালায়। উঠে আসে এ্যানা ফ্য্রাঙ্কের কথা এবং তাকে ভর করে প্যারিসের পথের পাশে বসে থাকা সিরিয়ার বিদ্ধস্ত জনপদের উদ্বাস্ত শিশু কিশোরীদের ছন্নছাড়া জীবনের কথা। তাঁর ব্যথিত অনুভূতি কেঁদে কেঁদে শীতার্ত মানুষের পাশে পাঁয়চারি করে। যেমনটা দেখি তাঁর ফরিয়াদ কবিতায়:

সত্তর বছরের এই জীর্ন দেহে শীত আসে

বিষ বর্শার মতো, তাঁর বীভৎস রূপ নিয়ে

আর ক্ষুধারা পেটে দেয় বিষাক্ত সাপ ছোবল,

শরীরকে করে অসাড় সবটুকু বিষ ঢেলে।

শীত না ক্ষুধা কে যে কারে করে ধহন

সে বোধও যে গেছে আজকাল হারিয়ে।

তার কবিতায় ভালোবাসার কথাই বেশি। কিন্তু ভালোবাসা তার কাব্যে একটা প্রিজমের মতো। কখন সে ভালোবাসা কাকে উদ্দেশ্য করে কী বলে তা বোঝা মুশকিল। আপাতদৃষ্টিতে রক্তমাংসের ভালোবাসা মনে হলেও তাঁর ভালোবাসার বিচরণ আধ্যাত্মিক জগতে। সেখানে তুমি আমির অস্তিত্ব বিলীন হয়ে

সবই তুমিতে হারিয়ে যায়।

হে আমার প্রেমাস্পদ আমায় তুমি পূর্ণ কর

স্থির কর ভালোবাসার এক আকাশ থেকে অন্য আকাশে

আমি তো তোমাতেই ফিরে ফিরে যাই।

কখনও বা সে ভালোবাসা মুখোশ খুলে বের হয়ে আসেঃ

সাদা নীল হলুদ সবুজ লাল

ভালোবাসার সব রঙের স্তর পার হয়।

পার হয় ছয় লতিফা ছয় রঙে রঙিন হয়ে

আদম সুরতে ধ্যানী আমি

মোরাকাবায় খুঁজি ভালোবাসা

আমি আমরা সব মিশে যাই একাকার হয়ে

চলতে থাকি ভালোবাসার পথ বেয়ে একা একা

সফেদ কাফন, ঘের কাপানি, এহরাম

আপনায় আপনি হলাম দাফন

ভালোবাসার রক্ত যখন ঝরে সেই রঙ হয় সাদা

সাদা সেই নূর সোনালি হয়ে আমাকে নেয় ঘিরে।

এ কবির মাঝে আমি একটি নতুন ধারার কবিতা লক্ষ্য করছি। এ ধারাটি আমাদের কবিতা অঙ্গনে আরও অনেককে অনুপ্রাণিত করবে এই আশা। আমি চাঁদকাব্যের বহুল প্রচার কামনা করি। তাঁর যাত্রাপথ শুভ হোক, সুন্দর হোক এ মুনাজাত রইলো সে শ্বাশত ‘আমি’ এর কাছে।

চাঁদকাব্য। সালেহ মুজাহিদ। প্রিয়মুখ প্রকাশন। ঢাকা-২০১৭ । প্রচ্ছদ ও প্রকাশক আহমেদ ফারুক।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :