শামছুল হক রাসেলের ‘সাফল্যের মূলমন্ত্র’

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

মানুষের ব্যক্তি ও পেশাগত জীবনে যেকোনো কাজে সাফল্যের পেছনে প্রয়োজন সঠিক পরিকল্পনা। শুদ্ধ পরিকল্পনাই ক্যারিয়ার গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কারণ পরিকল্পনাহীন জীবন দিকপালহীন নৌকার মতো। তাই ছাত্রজীবন থেকে শুরু করে কর্পোরেট লাইফ, ব্যবসা কিংবা সরকারি চাকরি সর্বত্র নিজের ক্যারিয়ার ও জীবনকে বর্ণময় করে তোলা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে।

এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট গাইডলাইন। এ লক্ষ্যে অন্বেষা প্রকাশন (বইমেলা ২০১৭, প্যাভিলিয়ন নম্বর ১২) থেকে বের হয়েছে শামছুল হক রাসেলের ‘সাফল্যের মূলমন্ত্র’ বইটি।

বইটির লেখক জানান, এ গ্রন্থ সে প্রত্যাশা পূরণ করবে। এতে মানুষের পেশাগত জীবনের সিদ্ধান্ত গ্রহণের নানা পরামর্শ তুলে ধরা হয়েছে। আলোচনা করা হয়েছে কর্মস্থলের বিভিন্ন ম্যানারের কথা। এককথায় বলতে গেলে সাফল্যের কিছু মন্ত্র ছড়িয়ে দেয়া হয়েছে এখানে। তরুণদের জন্য গ্রন্থটি অবশ্য পাঠ্য।

শামছুল হক রাসেল বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও অনলাইন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :