ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩০

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা জেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, ফরিদপুর একটি ডাকাতপ্রবণ জেলা। এ জেলায় বাড়িতে, সড়কে ও মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি হয়। গত তিন মাসে ২১জন ডাকাত গ্রেপ্তার হয়েছে, দুটি ডাকাতির মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই সময় পাঁচজন ডাকাত নিজেদের ‘অন্তঃকোন্দলে’ নিহত হয়েছেন।

তিনি বলেন, এই পেশার মাধ্যমে জনগণের জন্য যে সেবামূলক কাজ করা যায় তা অন্য কোনো পেশায় করা যায় না। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার বলেন, পুলিশের আশ্রয় প্রশ্রয় ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। আমি ইতোমধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এ ব্যাপারে ভয়ংকর সব তথ্য পেয়েছি, যা আমার পেশার জন্য হমকি। তবে আমি সর্ষের মধ্যকার ভূত তাড়ানোর চেষ্টা করছি এবং গত তিন মাসে আমি অনেকটা সফলও হয়েছি।

তিনি বলেন, ‘স্বচ্ছতার মাধ্যমে কাজ করা গেলে পুলিশের পক্ষে অনেক কাজ করা সম্ভব। পুলিশকে ভয় পায় না এমন লোক নেই, এমকি এমপিরাও পুলিশকে ভয় পায়। তিনি বলেন, জেলার থানাগুলোকে জনগণের জন্য সেবাকেন্দ্র পরিণত করা হবে। ভুক্তভোগী মানুষকে সেবা দিতে পুলিশ সদস্যদের আচরণও বদলে ফেলতে হবে।

গত তিন মাসের অপরাধ দমনের চিত্র তুলে ধরে পুলিশ সুপার বলেন, গত তিন মাসে জেলায় তিনশ ৪২টি মাদক মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনশ ৯৩ জনকে।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :