কিশোরগঞ্জে ই্শারা ভাষা দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০১

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বাংলা ই্শারা ভাষা দিবস পালিত হয়েছে। ‘ইশারা ভাষার উন্নয়নে, সচেতন হব প্রতিজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে একটি র‌্যালি বের হয়।

র‌্যলিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সরকারি শিশু পরিবার বালিকাতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

আলোচনায় অংশ নেন- সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা রেজিস্ট্রেশন অফিসার মো. হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার মোহাম্মদ মাইনুর রহমান মনির, শহর সমাজসেবা অফিসার সালমা খানম, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মিটুন চক্রবর্তী প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :