এসএসসি: পরীক্ষা কক্ষ থেকে প্রশ্ন পাচার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৩| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩
অ- অ+
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উপকেন্দ্র কলিমউল্লাহ কলেজের একটি কক্ষ থেকে প্রশ্ন পাচারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ছবি তুলে মোবাইল ফোনে বিশেষ পদ্ধতিতে বাইরে পাঠানো হয় বলে অভিযোগ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকেন্দ্রের উত্তর পাশের টিনসেট ভবনের একটি কক্ষ থেকে মোবাইলফোনে প্রশ্নপত্রের ধারণ করা চিত্রসহ তিন পরীক্ষার্থীকে প্রাথমিক শনাক্ত করা হয়। কলেজের উচ্চমান সহকারীর কক্ষে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে তারা অপরাধ শিকার করে।

উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল হক জানান, মানবিক কারণে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে এবং জব্দ মোবাইল ফোনসেটটি ভেঙে ফেলা হয়। তবে তিনি পরীক্ষার্থীদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা