কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক রনদা প্রসাদ আর নেই

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমির সিনিয়র শিক্ষক রনদা প্রসাদ সরকার আর নেই।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৯ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রনদা প্রসাদ সরকার মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুনদী গ্রামের মৃত জিতেন্দ্রনাধ সরকারের পুত্র।

রনদা প্রসাদ সরকার ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে একাডেমিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, অন্যদিনের মতই কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে ৮ম শ্রেণির গণিত ক্লাস নিচ্ছিলেন রনদা প্রসাদ সরকার। ক্লাস চলার সময়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রনদা প্রসাদ সরকারে মৃত্যুতে কামারগ্রাম কাঞ্চন একাডেমির সভাপতি এবং প্রভাবশালী অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন, আ.লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান গভীর শোক প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :