গোপালগঞ্জ সাংবাদিক সমিতির কথিত কমিটি ঘোষণায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির কথিত কমিটি ঘোষণায় কঠোর নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন ঢাকায় কর্মরত বিভিন্ন দৈনিক এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা। মঙ্গলবার ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির একটি অংশ এক বিবৃতিতে এ ধিক্কার জানায়।

বিবৃতিতে বলা হয়, পি আর বিশ্বাস এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির কথিত কমিটি ঘোষণা সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক এবং প্রতারণামূলক। সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের দোহাই দিয়ে চক্রটি প্রতারণা করেছেন। কমিটি অনুমোদনকারী হিসেবে উল্লিখিত উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সম্মানিত সদস্য এব্যাপারে অবগত নন। তাদের অনেকেই এধরণের অপতৎপরতায় বিষ্ময় প্রকাশ করেছেন। এমনকি ঘোষিত কমিটির অনেক সদস্য এ ব্যাপারে অবগত নন। কয়েকটি দৈনিকে কমিটি গঠনের ঘোষণায় তারা বিস্ময় প্রকাশ করেন।

বিবৃতিতে দাবি করা হয়, গত বছরের ডিসেম্বর মাসে সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও পি আর বিশ্বাস এবং এসএম মোশাররফ হোসেন গভীর চক্রান্ত করে সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত করে আসছেন। সমিতির অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং জালিয়াতির অভিযোগে সাধারণ সদস্যদের কৈফিয়তের মুখোমুখি হওয়ার আশঙ্কায় তারা গোপন প্রক্রিয়ায় সোমবার অবৈধ কমিটি ঘোষণা করেছেন।

বিবৃতিতে সাংবাদিকেরা আরও জানান, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সদস্যরা পি.আর বিশ্বাস এবং মোশাররফ গংদের প্রত্যাখান করেছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ব্যক্তি বা সংস্থা তাদের সংঙ্গে কোন প্রকার লেনদেন করলে সে জন্য সমিতি দায়ী থাকবেনা।

(ঢাকাটাইমস/ ৭ ফেব্রুয়ারি/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :