মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঘিওর উপজেলার তরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ জেলার দৌলতপুর উপজেলা উত্তনারা গ্রামের বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে মাছবোঝাই করে একটি পিকআপ ভ্যান ঢাকা যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় সামনের একটি গাড়িকে ধাক্কা দিলে পেছন থেকে পিকআপ ভ্যানটির সহকারী (হেলপার) ফিরোজ ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন