চাঁদপুরে স্ত্রী-সন্তান হত্যায় ফাঁসি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও নয় মাসের শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী নাজমুল হাসানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। এসময় আসামি নাজমুলিআদালতে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের বড় বৈদ্য বাড়ির নুরুল আমিনের ছেলে। হোসনে আরা পাশ্ববর্তী এলাকার আবুল কাশেমের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৪ জুলাই হোসনে আরার বাবা আবুল কাশেম তার মেয়ে নিখোঁজ হওয়ার কারণে মতলব দক্ষিণ থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশ ওই দিনই নাজমুলকে আটক করলে তিনি স্ত্রী সন্তানকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।

সরকার পক্ষের আইনজীবী আমান উল্যাহ জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাতে নাজমুল নিজ ঘরে প্রথমে স্ত্রীকে হত্যার পর শিশু কন্যা নাজনিনকেও একই কায়দায় হত্যা করে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে মাটির নীচে পুতে রাখে। ২৪ জুলাই পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

সরকার পক্ষের আইনজীবী আরও জানান, তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান একই সালের ৩১ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় সাত বছরে মামলা চলাকালীন আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে।দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :