সিমিওনের পরিকল্পনা নস্যাৎ করে ফাইনালে বার্সা

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:১৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

চেনা মাঠ, গ্যালারিভর্তি দর্শক। তিল ধারণের ঠাঁই নেই ন্যু ক্যাম্পে। সঙ্গে দারুণ নাটকীয়তা ছুঁয়ে মঙ্গলরাতের স্বপ্ন প্রদীপটা জ্বালালেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। কাতালানরা খুঁজে পেলে শিরোপায় চুমু খাওয়ার উপলক্ষ।

কোপা দেল রের টানটান উত্তেজনায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ছিটকে দিয়ে ফাইনাল-স্বর্গে পা রাখলেন মেসি-নেইমাররা। এদিন শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বার্সা।

ম্যাচের বয়স যখন ৪৩। ঠিক সে সময়ই মেসির পা ঘুরে দারুণ একটি সুযোগ পায় সুয়ারেজ। মিস করেননি তিনিও। আলতো শটে প্রতিপক্ষের গোলরক্ষকের চোখ ফাঁকি দেন এই উরুগুয়ের সুপারস্টার। ১-০ তে লিড নেয় বার্সা।

এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা। বিরতির পর গোল শোধে পাগলপ্রায় অ্যাটলেটিকো ফুটবলাররা। মৃদু মৃদু আক্রমণ চালিয়ে লুইস এনরিকের পরিকল্পনা নস্যাৎ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে গ্রিজম্যানরা। পুরো ম্যাচজুড়ে লাল আর হলুদ কার্ডের ছড়াছড়িতে মেষ দিকে লড়াইটা আরও জমে উঠে।

ম্যাচের অন্তিম মুহূর্তে কেভিন গেমোরার গোলে সমতায় ফের অতিথিরা। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। কারণ বার্সা আজ ড্র করলেও ফাইনাল নিশ্চিত। শেষ পর্যন্ত যা হবার তাই হলো। আগের লেগের ৩-২ আর গেল রাতের ১-১ গেলের অ্যাওয়ের সুবাদে টানা চতুর্থবারের মতো স্বপ্নের ফাইনালে উঠেছে বার্সা।

(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/জেইউএম)