২০ সহকারী পুলিশ সুপারের বদলি

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশে ২০ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন। আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক সংস্থাপন হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।  

র‌্যাবের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে, র‌্যাবের সহকারী পরিচালক হাসিবুল আলমকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলে, র‌্যাবের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে জয়পুরহাটের পাঁচবিবি সার্কেলে, র‌্যাবের সহকারী পরিচালক হাফিজুল ইসলামকে নওগাঁর মান্দা সার্কেলে, খুলনা জেলার সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দেকে খুলনা মহানগর পুলিশে (কেএমপি), র‌্যাবের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে পুলিশ সদর দপ্তরে, ঢাকার সহকারী পুলিশ সুপার  মো. আবুল খায়েরকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলে, রাজশাহীর সুশান্ত চন্দ্র রায়কে পুলিশ সদর দপ্তরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মামুন রানাকে নোয়াখালীর পিটিসিতে, শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার এস এ এম ফজল-ই-খুদাকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির সহকারী কমিশনার মো. নাসিম মিয়াকে মুন্সিগঞ্জের সিরাজদিখান সার্কেলে, সহকারী পুলিশ সুপার মো. কায়সার রিজভী কোরায়েশীকে ডিএমপিতে, ঢাকা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবুল কাশেমকে ঢাকার আরআরএফে, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেলে, রাজশাহীর সহকারী পুলিশ সুপার মো. রফিকুল আলমকে চারঘাট সার্কেলে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদকে যশোর সদর সার্কেলে বদলি করা হয়েছে।

আর পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতির পর যে চারজনকে বদলি করা হয়েছে তারা হলেন, বরিশালের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডিতে, ডিএমপির আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে ঢাকার পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং রাঙামাটির  সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরীকে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এএ/মোআ)