“সর্বদা সত্য বলবো, মাদক থেকে বিরত থাকবো”

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০২ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১

কোমল মনে যে শিক্ষা-দীক্ষা গেঁথে যায়, সেটা ব্যক্তি জীবনে দীর্ঘ সময় পর্যন্ত প্রভাব রাখে। এর জন্য শিশুদের নৈতিক শিক্ষার ছোঁয়া দিতে হতে হয়। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। এই শিশুরা যদি ব্যক্তি জীবনে সত্য ও ন্যায়ের পথে চলে এবং মাদক থেকে বিরত থাকে তাহলে একটি সুস্থ সমাজ গঠন সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত করচমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাদক থেকে বিরত থাকা ও সদা সত্য বলার শপথ করানো হয়েছে।

বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা নাহার, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, ইলিয়াস হোসেন, সাজেদুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :