ফেসবুকে ঘোষণা দিয়ে মডেল মিথিলার আত্মহনন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৫ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করলেন মডেল জ্যাকুলিন মিথিলা। গত ৩ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের বাড়িতে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বাবা স্বপন শীল একটি মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার ইনেন্সপেক্টর (তদন্ত) বিকাশ সরকার।

ঘটনার দিনই তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মডেল মিথিলার বাবা স্বপন শীল একটি মামলা করেছেন। তবে মামলার এজাহারে জ্যাকুলিন মিথিলার পরিবর্তে জয়া শীলা লেখা হয়েছে। এবং মৃত্যুর কারণ হিসেবে স্বামীর (উৎপল) সঙ্গে মিথিলার ঝগড়া কথা উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে খোলামেলা ছবি পোস্টের জন্য আলোচিত ছিলেন জ্যাকুলিন মিথিলা। আত্মহত্যার আগে ফেইসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন মিথিলা।

৩০ জানুয়ারি রাত ১১টা ৪৯ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে মিথিলা লেখেন, ‘কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই। আমিও কাউকে প্রত্যাখ্যান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব।’ এরপরের দিন ৩১ জানুয়ারি সকাল ৭টা ২৮ মিনিটে তিনি লিখেন, ‘ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি।’

জ্যাকলিনের জন্ম ফেনীতে এবং তার শৈশবও কেটেছে ফেনীতে। তার বাবা স্বপন শীল পেশায় একজন নরসুন্দর। জ্যাকলিন কৈশোরের শুরুতে চট্টগ্রামে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানে নেচেছেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এসজেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :