সুইডিস জাতীয় সংসদের প্রতিনিধি দল ঘুরে গেলেন মানিকগঞ্জ
মানিকগঞ্জে ঘুড়ে গেলেন সুইডিস জাতীয় সংসদের সদস্য ও লেফট পার্টির প্রতিনিধি দল।
বুধবার দুপুরে জেলার সিংগাইর উপজেলার বায়রা গ্রামের ইব্রাহীমের বাড়িতে ভেষজ উদ্ভিদ ও বীজ সংরক্ষণাগার পরিদর্শন করেন তারা।
এ সময় প্রতিনিধি দল ভেষজ উদ্ভিদের ব্যবহার, জলবাযুর পরিবর্তনে কৃষিতে প্রভাব ও অভিযোজন নিয়ে কৃষকদের সাথে কথা বলেন।
প্রতিনিধি দলে ছিলেন- সুইডস জাতীয় সংসদ সদস্য জেনস হোম, নুশি ড্যাডগোস্তার ও স্টকহোক কাউন্টি কাউন্সিল মেম্বার মহিবুল এজদানি খান।
এর আগে প্রতিনিধি দলটি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. গোলাম মহীউদ্দীনের সাথে মতবিনিময় করেন।
৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিনিধি দলটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দেখা করবেন বলে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন