প্রধান বিচারপতি হবিগঞ্জ যাচ্ছেন কাল

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৮

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) হবিগঞ্জের বাহুবল আসছেন বৃহস্পতিবার।

দুপুর ১টায় উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে অংশগ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার থেকে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।

বাহুবল সফরকালে প্রধান বিচারপতির সফরসঙ্গী থাকবেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিন।

শচীঅঙ্গন ধাম বার্ষিক উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, প্রতিবছরের মত এবারও মহাপ্রভুর মামারবাড়ি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমার আমন্ত্রণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবারের উৎসবে অংশগ্রহণ করবেন। তার অংশগ্রহণের খবরে পূণ্যার্থীদের মাঝে উৎসবের আমেজ অনেকগুণ বেড়ে গেছে। আমরা প্রধান বিচারপতি মহোদয়কে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :