কুয়াকাটায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১১

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১১২ টি অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের নেতৃত্বে অভিযানে এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেন ও পাউবো কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, ‘কুয়াকাটায় এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।’

গত ৮ জানুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে পটুয়াখালী জেলা প্রশাসন ৬০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :