‘এফএমগুলো বাংলা ভাষার কবর রচনা করছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯

তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, এফএম বেতারগুলো আঞ্চলিক ভাষার সুযোগ নিয়ে বিকৃত উচ্চারণে বাংলা ভাষার কবর রচনা করছে। প্রমিত উচ্চারণে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্বারোপ করে এফএম বেতারগুলোর প্রতি কড়া নজর দেয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানানরীতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এস কথা বলেন। বৃহস্পতিবার সকালে আয়োজক তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান আলোচক ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুর রহমান।

তথ্য সচিব বলেন, দেশের এফএম ব্যান্ড বেতারগুলো আঞ্চলিক বাংলা ও ইংরেজি মিলিয়ে এমন এক জগাখিচুড়ি ভাষা সম্প্রচার করছে, যার কিছুই বোঝা যায় না। তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বেতারের এক কর্মকর্তাকে নজর রাখার নির্দেশ দেন।

বর্তমানে তরুণদের বাংলা বানানে তেমন তোয়াক্কা করতে দেখা যায় না উল্লেখ করে তিনি বলেন, মোবাইলের এসএমএস, ফেসবুকসহ যোগাযোগের নানা মাধ্যমে বাংলাকে ইংরেজি বর্ণে লেখার যে প্রচলন চলছে, তা প্রমিত বাংলা ভাষার জন্য দুর্ভাগ্য।

বাংলাদেশের মানুষকেই বাংলা ভাষা রক্ষা করতে হবে উল্লেখ মরতুজা আহমদ বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গের ভয় আছে। কারণ সেখানে এখন এমনভাবে বাংলা ভাষার উচ্চারণ চলছে, যার একসেন্স হয় হিন্দি ভাষার মতো।

একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে স্মরণ করে তিনি বলেন, আজ এ ভাষা আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৮৮টি দেশ এ দিবসটি পালন করে থাকে। যা আমাদের জন্য গৌরবের।

সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার ও এর অধিকার আদায়ের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনেকে অনেক অবদান রয়েছে উল্লেখ করে তথ্য সচিব বলেন, তৎকালীন (৬৪/৬৫ সাল) বিটিভি মহাপরিচালক জামিল চৌধুরীর অবদান স্মরণীয়। তিনিই সম্ভবত প্রথম তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারি কাজে বাংলা ব্যবহার করেছিলেন। তিনি বিটিভির শিল্পীদের সম্মানী প্রদানের চেক ইংরেজির পরিবর্তে বাংলায় লিখেছিলেন। সে সময় বেতারেরও একজন পরিচালক তার দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে সাহসী ভূমিকা রেখেছিলেন।

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারে হাইকোর্টের নিদের্শের কথা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে মরতুজা আহমদ আরও বলেন, প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ করে তাদের দাপ্তরিক কাজে নোট লেখার অনুরোধ জানান। নোট লেখায় বাংলা ব্যবহারে প্রধানমন্ত্রী কার্যালয়েরও অনুশাসন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় উপস্থিত সকল কর্মকর্তাকে বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান প্রদান করা হয়। যা দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে তাদের সহায়তা করবে বলে প্রধান আলোচক মনজুরুর রহমান মনে করেন।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :