টাম্পাকো আগুনে হতাহতদের পরিবারকে সহায়তা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৮

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ আগুনে হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক অনুদান।

বৃহস্পতিবার হতাহতদের পরিবারকে এক কোটি ১৬ লাখ টাকা প্রদান করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।

টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন ভবনে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ৩২ জনের উত্তরাধিকারীদের প্রতিজনের হাতে তিন লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চেক প্রদান করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সৈয়দ আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, সহকারী পুলিশ সুপার সোলাইমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন, কারখানা খুলে দেয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে মালিক পক্ষকে বারবার তাগাদা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন।

গেল ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনে নিহত হন ৪০ জন এবং আহত হন অন্তত আরো ৪০ জন। এ ঘটনার পর কারখানা মালিকের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :