‘প্রতিশ্রুতি রক্ষায় সরকার বদ্ধপরিকর’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০১

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন শ্রমিককে অসহায় থাকতে দেবেন না। সেই লক্ষ্যে টাম্পাকো কারখানায় ক্ষতিগ্রস্ত পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আইআরআই মিলনায়তনে টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনে হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়। অনুষ্ঠানে সর্বমোট ১ কোটি ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শ্রমিকদের কল্যাণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ. এম. এম আনিসুল আউয়াল, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান প্রমুখ।

নিহতদের পরিবারকে তিন লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়।

মৃতরা হলেন- গোপাল চন্দ্র দাস, শঙ্কর সরকার, আল মামুন, আব্দুল হান্নান, ইদ্রিস আলী, জাহাঙ্গীর আলম, হোসাইন আহম্মেদ রাসেল, আনিসুর রহমান, সোলেমান, মাইনুদ্দিন, সাইদুর রহমান, হাসান সিদ্দিকী, আনোয়ার হোসেন, অহিদুজ্জামান স্বপন, ইসমাইল হোসেন, মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, শ্রী রাজেশ বাবু, ওয়ালী হোসেন, রোজিনা, তাহমিনা আক্তার, রাশিদ মিয়া, আশিক, হোসেন জুয়েল, নাসির উদ্দিন পাটোয়ারী, রফিকুল ইসলাম, চুন্নু মোল্লা, আসমা আক্তার, রিপন দাস, মিজানুর রহমান, এনামুল হক, সুভাশ চন্দ্র প্রসাদ।

চেকপ্রাপ্ত আহতরা হলেন- মো. রোকন, জাকির হোসেন হাওলাদার, মনোয়ার হোসেন, আনোয়ার আলম, মীর সিপন আলী, জাহাঙ্গীর হোসেন মৃধা, ইকবাল হোসেন মীর বহর, কৃষ্ণ সরকার, ইউনুস হাওলাদার, আব্দুল করিম, কামরুল ইসলাম, সাইদুল আহমদ, রিপন আহমদ, মহিউদ্দিন গাজী, ফেরদৌস আলম, কামাল মীর, আবু সাইদ, জীবন হাওলাদার, দিলীপ চন্দ্র দাস, দেলোয়ার হোসেন, শাসুজ্জামান খান, আব্দুল মুমিন মিশু, রুহুল আমিন, কবির হোসেন, আরিফ হোসেন, ফকির শাহ আলম, আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম, শাহীন আহমদ, মাহবুব ইসলাম শেখ, আব্দুল আউয়াল, রুস্তম আলী, আমিনুল হক রিজু, জাকির হোসেন, আলতাবুর রহমান, আব্দুর রহিম, রাসেল খান, আমির আলী, আব্দুর রাজ্জাক, আনাম উদ্দিন।

টাম্পাকো দুর্ঘটনায় নিহত শ্রমিক অহিদুজ্জামান স্বপনের স্ত্রী আমিরুন্নেছা ইতি চেক পেয়ে কান্নাজড়িত কণ্ঠে ঢাকাটাইমসকে জানান, ‘আমার স্বামী টাম্পাকো কারখানায় মেশিন অপারেটরের কাজ করতেন। স্বামী ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই। মানুষের বাসায় কাজ করে অনেক কষ্টে আমার দুই মেয়ে নিয়ে বেঁচে আছি। দুর্ঘটনার পর এমন আনেক দিন গেছে দুই মেয়েকে নিয়ে না খেয়ে দিন কাটিয়েছি। সরকারের এই আর্থিক সহযোগিতায় আমার দুই মেয়েকে নিয়ে কিছুটা হলেও ভালোভাবে বাঁচতে পারব। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন।’

গত বছরের ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লি. কারখানায় এক ভয়াবহ আগুন লাগে। এতে ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়। বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন হতে দুই লাখ টাকা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সংগৃহিত আরো ১ লাখ টাকা করে নিহত প্রত্যেককে মোট তিন লাখ টাকা, আহত প্রত্যেক শ্রমিকদের ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :