ফরিদপুরে হত্যা মামলায় তিন জনের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০

পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুসরাত জেরীন এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জামির আলী, মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী ও মিন্টু শেখ। এর মধ্যে মিন্টু শেখ পলাতক রয়েছেন। অন্য দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

আসামিদের সবার বাড়ি জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাদপুর গ্রামে।

আদালত সূত্রে ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে খলিলপুর বাজার থেকে ফেরার পথে বারোখাদা ব্রিজের নিকট আসামিরা গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের স্ত্রী মোসা. শিউলী বেগম এই তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো দুই-তিন জনের নামে হত্যা মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান, মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়া আদালত তিন আসামিকে ফাঁসির আদেশ দেয়।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :