কাঁঠালিয়া উপজেলা উপ-নির্বাচন: আ.লীগ-বিএনপির মনোনয়ন দাখিল

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার এবং বিএনপি সমর্থিত প্রার্থী ছাব্বির আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে গোলাম কিবরিয়া ঝালকাঠি জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. সোহেল সামাদের কাছে এবং ছাব্বির আহম্মেদ কাঁঠালিয়ায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আইয়ুব আলী হাওলাদারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া মনোনয়নপত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

কাঁঠালিয়া উপজেলার ৭৮ হাজার ৩৩ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ৩৮ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ৩৯ হাজার ৫৮৬ জন নারী। ৪০টি কেন্দ্র আগামী ৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ অক্টোবর কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফারুক সিকদারের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :