রাকায়েত-তৌকির কী সার্কাস দলে?

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৪ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫৬

ডিরেক্টরস গিল্ডের সভাপতি হয়েই গাজী রাকায়েত দেশি নাটক-সিনেমা সুরক্ষার আন্দোলনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সভামঞ্চ, মানবন্ধন- এসব আয়োজনে সামনের সারিতে দেখা যেতো তাকে। গত কিছুদিন এ ধরনের অনেক ছবি এসেছে পত্র-পত্রিকায়। হঠাৎ তাকে অন্যরকম এক ছবিতে পাওয়া গেল। নিজেই ফেসবুকে দিয়েছেন তা। যাতে তার সঙ্গে তৌকির আহমেদ। গতকাল বৃহস্পতিবার এই ছবি দিয়ে রাকায়েত ফেসবুকে জানিয়েছেন, তিনি ও তৌকির নঁওগা থেকে এক সঙ্গে ঢাকায় ফিরছেন।

খোঁজ নিয়ে জানা গেল, তারা দুজন মাহমুদ দিদারের প্রথম চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ ছবির কাজে সেখানে ছিলেন। ছবিটির গল্পের প্রয়োজনে তারা নতুন এই রূপে সেজেছেন। এই চলচ্চিত্রটি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় নির্মাতার সঙ্গে। দিদার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে গাজী রাকায়েত, তৌকির আহমেদ ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান ও ফেরদৌস আহমেদ, এবিএম সুমন ও হুমায়ূন সাধু।

নঁওগার শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের অনেক কৌতুহল। এখানে বিদ্যূৎ ছিল না। লাইন টেনে বিদ্যূৎ আনতে হয়েছে। প্রচন্ড শীত এখানে। অনেক খরচ করতে হয়েছে এখানে। এখানে আমরা একটি মেলাও বসিয়েছি গল্পের প্রয়োজনে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রথম লটের শুটিং চলবে।’

তিনি আরও বলেন, ‘সার্কাস নিয়ে আমাদের দেশের মানুষের একটি নেতিবাচক মনোভাব আছে। আমাদের এই সিনেমার মধ্য দিয়ে আশা করছি মানুষের সে ধারণার পরিবর্তন হবে।’

সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটি সহপ্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

মাহমুদ দিদার জানালেন, সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। চলতি বছরেই ছবির শুটিং শেষ হবে।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমইউ/টিএমইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :