রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১০ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। শুক্রবার ভোরে উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টুলু মিয়া। তার বাড়ি কাউয়ারচর এলাকার। আহত ব্যক্তির নাম সিফাত।

জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই টুলু মারা যায়। গুলিতে আহত হয় সিফাত নামে একজন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ি থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :