ভারতের শিল্পীদের ভিসা জটিলতায় আটকে গেল এলআরবির কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৫

ভারতের শিল্পীদের ভিসা জটিলতায় স্থগিত করা হয়েছে ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টটি। এই কনসার্টটিতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল.আর.বি, ইন্ডিয়ান আইডল সিজন-৪ এর তোরসা সরকার, কলকাতার অর্ক মূখার্জী, হৃদয় খান, ঐশি ও ব্যান্ড ডাকঘর তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করার কথা ছিলো।

কনসার্টটি স্থগিত করা প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া বলেন, ‘আমাদের সবধরনের প্রস্তুতি থাকা স্বত্ত্বেও শেষ সময়ে এসে কনসার্টটি স্থগিত করা হয়েছে। ভারত থেকে যাদের কনসার্টে গান গাইতে আসার কথা ছিল তাদের যথা সময়ে ভিসা হয়নি। তাই কনসার্টটি বাতিল করা হয়েছে।‘

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের পরবর্তী তারিখ সবাইকে জানানো হবে।

কনসার্টটি ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :