তাহিরপুরে প্রধানমন্ত্রীর ছবি পুরানোর মামলার আসামি গ্রেপ্তার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০০

সুনামগঞ্জের তাহিরপুরে জাতিরজনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি আগুনে পুরানোর অভিযোগে অভিযুক্ত ৩ নম্বর আসামি রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি হাবিব সারোয়ার আজাদ ও আলমকে রহস্যজনক কারণে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যায়,গত ৩০ জানুয়ারি রাতে উপজেলার বাদাঘাট বাজারে কামড়াবন্দ গ্রামের হাবিব সারোয়ার আজাদ, আলম শেখ ও রাজু মিয়া জাতিরজনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার বাদী হয়ে তাহিরপুর থানায় ৩১ জানুয়ারি তারিখে হাবিব সারোয়ার আজাদ সহ তিন জনের নামে মামলা করে। কিন্তু থানা পুলিশ বিষয়টি মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরিভুক্ত করে। পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি পুলিশ প্রশাসনে জানতে চাওয়া হলে ঘটনার ১০দিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে বাদীর নিকট থেকে আবার লিখিত অভিযোগ এনে মামলা রুজ্জু করা হয়।

প্রসঙ্গত, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ ফেব্রুয়ারি বাদীর কাছ থেকে লিখিত অভিযোগ এনে মামলা রেকর্ড করে আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :