সৈয়দপুরে রানু এগ্রো জুট মিলে আগুন

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭

নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে অবস্থিত রানু এগ্রো জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেরাজুল ইসলাম জানান, ভোর ৫ টায় কারখানার কাঁচামাল প্রসেসিং প্লটের প্রধান ফ্লোরে থাকা পাটে আগুন লাগে। পাট থেকে সুতলি (দড়ি) তৈরির জন্য ব্যবহৃত হট ইকুইপমেন্টের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানানি তিনি।

তিনি বলেন, আগুনে কাঁচামাল প্রসেসিং প্লটের দুইটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট, তারাগঞ্জের একটি ও নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি ইউনিটসহ তিনটি ইউনিট মিলে তিন ঘণ্টার চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :