মেলায় প্রভাষ আমিনের ‘সুখী মানুষের জামা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সাংবাদিক প্রভাষ আমিনের বই ‘সুখী মানুষের জামা’। ‘অন্যপ্রকাশ’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

প্রভাষ আমিন সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম, মানবাধিকার, রাজনীতি ও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিয়মিত লেখালেখি করেন। ঝরঝরে, সাবলীল ভাষায় তার লেখা খুব সহজেই পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। ইতিমধ্যে তার এসব বিষয়ের ওপর সাতটি বই প্রকাশ হয়েছে।

তার প্রথম বই ‘স্বাধীনতা আমার ভালো লাগে না’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে।

বইমেলায় অন্যপ্রকাশের স্টলে ‘সুখী মানুষের জামা’ বইটি পাওয়া যাবে। এর মূল্য ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে প্রভাষ আমিন বলেন, ‘এই সময়টা এলে আমার মন ভালো হয়ে যায়। গত বছরের মেলায় দুটি বই প্রকাশ পেলেও এবার ‘সুখী মানুষের জামা’ নামের বইটি পাওয়া যাচ্ছে। আশা করি পাঠকদের ভালো লাগবে।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :