চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের চার কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গান পাউডার ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

আটকরা হলেন- উপজেলার তারাপুর গ্রামের তসলিম উদ্দিন, শাহপাড়া এলাকার গোলাম মোস্তফা, নামোজগন্নাথপুর গ্রামের খলিলুর রহমান এবং চাররাশিয়ার গ্রামের গোলাম মোস্তফা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গান পাউডার, পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়। নাশকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠক করছিল বলে দাবি করছেন ওসি।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :