কুমিল্লায় ৭ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে সাত লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার চৌদ্দগ্রাম কে কে নগর এলাকা থেকে এসব মাদক জব্দ করার কথা জানায় সীমান্তরক্ষী বাহিনীটি।

বিজিবি-১০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শহীদুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার অন্তর্গত কে কে নগর নামক স্থান হতে ৩৫ বোতল হুইস্কি, ২০ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট জব্দ করা হয়েছে। এগুলো ভারত থেকে পাচার করে আনা হচ্ছিল।

এছাড়াও বিওপি’র আলাদা অভিযানে ২০ বোতল হুইস্কি, ছয় কেজি গাঁজা এবং পাঁচ হাজার স্টেরয়েড ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকের আনুমানিক মূল্য সাত লাখ টাকা বলে বিজিবি জানায়। পরে এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :